আসসালামু আলাইকুম। আমি ওয়াসিম আকরাম। আজকে আমি আপনাদের সাথে ফাইভার এবং গিগ মার্কেটিং নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন তাদের জন্য আজকের টপিকটা খুবই গুরুত্বপুর্ণ। আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে।
মার্কেটিং কি?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgqypFku-Zsia-qpyafgcsqaG0owOiw6eHzmIRdaiwlgHpZsXi1SW1vGb5HC7NgEJrAM1O4aPLEnl_xY6PZoNuU4ahEYGWYTCoSk06gFrWbSw17DBfyguSHPbTp2DzIMD0v3IKoJqpKjb_siCnxWgQOQFh9Y6iGx1wpR_4fsCjjAyRLthSsL02mCZP/s320/hand-web-internet-business-website-brand-816420-pxhere.com.jpg) |
চিত্রঃ মার্কেটিং ইমেজ |
মার্কেটিং হল কোন পণ্য, ব্যবসা ,সার্ভিস ,অথবা ব্র্যান্ডের প্রচার ও প্রসার এর কাজে ব্যবহার করা একটি প্রক্রিয়া। মার্কেটিং এর আসল উদ্দেশ্য হলো জনসাধারণের কাছে নির্দিষ্ট পণ্য, ব্যবসা ,সার্ভিস অথবা ব্রান্ডের ডিমান্ড বা ভ্যালু বৃদ্ধি করা।
ফাইবার কি?
ফাইভার হচ্ছে বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য জনপ্রিয় একটি নিরাপদ মার্কেট প্লেস। অনেক নতুন ফ্রিল্যান্সারদের কাজ শুরু হয় এই মার্কেটপ্লেস থেকে। একটি নতুন ফাইভার একাউন্টে প্রথম অবস্থায় ৭ টি গিগ আপলোড করা যায়। এই গিগগুলোর উপর কাজ করে লেভেল পরিবর্তন করতে পারলে পরে আরো গিগ বাড়ানো যায়। এই মার্কেটপ্লেস নতুন ফ্রিল্যান্সারদের জন্য খুবই সুবিধা জনক। কারন এইখানে ৫ ডলারের কাজ থেকে শুরু করে অনেক বেশি ডলারের কাজ পাওয়া যায় এবং অন্যান্য মার্কেটপ্লেসের মতো কোনো বিড অর্থাৎ ইনভেস্ট ছাড়াই খুব সহজে নিজের দক্ষ্যতা অনুযায়ী নির্দিষ্ট কিছু গিগ খুলে গিগ Sell করা সম্ভব। তবে প্রথমে এই গিগের উপর কাজ পেতে হলে সঠিকভাবে গিগগুলোকে SEO করে তারপর আপলোড করতে হবে। এছাড়াও গিগগুলোকে র্যাঙ্ক করানোর জন্য বিভিন্ন সোস্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে। গিগ র্যাঙ্ক হলে বায়ার সহজেই গিগগুলোকে খুজে পাবে এবং কাজ দিবে।
ফাইভার গিগ মার্কেটিংঃ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2OfXx1hpEsSgShZlMrA7SWLLBP_CMow9UljYgTYgImo-ubVNY5MSrZdQ5Tra968hmUU1g8tIcyd4Id9iAGnu9c7veG75O4J3lBGm6czAgXyNLdGjE6aOouG8hQWNe10V-qHTkSbVqZsR5QoANAriI3Uxj16HYFKs5rn3k5JYzx7vjSZaBZnUzlDWr/w400-h240/Linkedin%20Business%20Page.jpg) |
চিত্রঃ ফাইভার গিগ ইমেজ |
ফাইবার গিগ মার্কেটিং হলো ফাইবারের আপলোডকৃত গিগে বায়ার ইম্প্রেশন , ক্লিক বাড়ানো এবং গিগকে র্যাঙ্ক করানোর জন্য নির্দিষ্ট গিগের লিংকগুলোকে কোনো সোস্যাল মিডিয়াতে সঠিক নিয়মে পোস্ট বা প্রমোট করাকেই বুঝায়।
ফাইভার গিগ কোথায় এবং কিভাবে মার্কেটিং করা যায়?
ফাইবারের গিগ মার্কেটিং করার জন্য বর্তমানে অনেক জনপ্রিয় সোস্যাল মিডিয়া রয়েছে। যেমনঃ ফেইসবুক,
লিংকডিন,
টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম ইত্যাদি। এইসব সোস্যাল মিডিয়াগুলোতে সঠিক নিয়মে গিগুলোকে মার্কেটিং করলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আমি প্রত্যেকটা সোস্যাল মিডিয়াতে কিভাবে প্রফেশনাল্ভাবে গিগ মার্কেটিং করা যায় তা ধাপে ধাপে শেয়ার করব।
১। লিংকডিন মার্কেটিংঃ-
চিত্রঃ লিংকডিন ইমেজ
লিংকডিন একটি বিশাল প্লাটফর্ম যেখানে বিদেশি এবং দেশি অনেক Buyer এবং Seller থাকে। এই সোস্যাল মিডিয়ার মাধ্যমে আপনি টার্গেটেড কানেকশন বৃদ্ধি করতে পারবেন, আপনার নিয়মিত সার্ভিস সম্পর্কিত বিভিন্ন পোষ্ট করতে পারবেন। এইখানে আপনার ওয়েবসাইট, ফাইভার গিগের লিংক পোস্ট করে নিজেকে অথবা নিজের সকল ধরনের সার্ভিসকে প্রমোট করতে পারবেন। এই প্লাটফর্মে অনেক মানুষ খুব সহজে নিজের কাজ করিয়ে নেওয়ার মতো যোগ্য ব্যক্তিকে খুজে নিতে পারে এবং যারা কাজ করে তারাও সহজে তাদের কাঙ্ক্ষিত Buyerr কে খুজে পেতে পারে। তাই এই প্লাটফর্ম এ যেকোনো ব্যবসাকে খুব দ্রুত বিস্তার করা সম্ভব।
আপনি যদি জানতে চান আপনার ফাইভার গিগ লিংকডিনে কিভাবে মার্কেটিং করতে হবে তাহলে এই লিংকে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের বিডিওটি দেখে নিতে পারেন।
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন