মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায়

 আমরা অনেকেই আছি মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে চাই। কিন্তু জানি না কোথায় এবং কিভাবে ইনকাম করব। আমরা আজকে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার কয়েকটি উপায় সম্পর্কে জানব। আশাকরি আপনারা মনযোগ দিয়ে এই টপিকটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন তাহলে হয়ত আপনি আজকের টপিক থেকে সঠিক একটা ধারনা নিতে পারবেন যে আপনার কি করা উচিৎ।

আমরা অনেকেই আছি পড়ালেখা করি অথবা পড়ালেখা শেষ করে অনেকদিন ধরে চাকরি খুজতেছি কিন্তু চাকরি খুজে পাচ্ছি না। আমরা চাইলেই আমাদের হাতে থাকা এন্ডয়েড ফোনটি দিয়ে ইনকাম করে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারি এবং বেকারত্ত্ব জীবন দূর করতে পারি। কিন্তু সত্যি কথা বলতে এর জন্য থাকতে হবে আপনার প্রচুর আগ্রহ, ইচ্ছে এবং দৈর্য্য শক্তি। কারন আমরা সবাই জানি যে পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না। আপনি যেহেতু টাকা ইনকাম করবেন নিজের ক্যারিয়ার গঠন করবেন সেক্ষেত্রে আপনাকে একটু সময় এবং পরিশ্রমত ত্যাগ করতেত হবেই। 

মোবাইল দিয়ে ইনকাম করার জন্য আপনার প্রথমত যা যা দরকারঃ

১। একটি এন্ডয়েড ফোন

২। ইন্টারনেট কানেকশন

মোবাইল দিয়ে অনলাইনে হাজার রকম উপায়ে ইনকাম করা যায়। তবে আমার মতে অনলাইনে দুই ধরনের ইনকাম আছে একটা হচ্ছে। যেমনঃ

ক। স্থায়ী ইনকাম 

খ। অস্থায়ী ইনকাম

স্থায়ী ইনকামঃ স্থায়ী ইনকাম হচ্ছে যে ইনকামের শুরু হলে দীর্ঘদিন ধরে ইনকাম করা যায়। এই ধরনের ইনকামের জন্য কাউকে ধোকা খেতে হয় না। এই ইনকামের শুরুটা একটু কষ্টের হলেও পরবর্তীতে খুব অনায়াসেই অল্প পরিশ্রমে বেশি টাকা আয় করা যায়। সবচেয়ে মজার বেপার হল  আপনার এই ইনকাম একবার শুরু হয়ে গেলে পরবর্তীতে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনইকাম হবে। এবার চলুন জানি কিভাবে এই ধরনের ইনকাম করতে পারবেন। আজকে আমি সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক ৩টি প্লাটফর্ম নিয়ে আলোচনা করব। 

১। ব্লগিং সাইট থেকে

২। ইউটিউব থেকে

৩। ফেইজবুক ফেইজ থেকে

মোবাইল দিয়ে ব্লগিং করে আয়ঃ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন প্লাটফর্ম হচ্ছে ব্লগিং সাইটে ব্লগিং করা। আপনার যদি কোনো বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আপনার মোবাইলের দিয়ে ব্লগার সাইটে আপনার নিজের নামে ফ্রি একটা একাউন্ট খুলে তারপর আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করে আপনি নিয়মিত কনটেন্ট লিখতে পারেন। 

আমি নিজেও কিন্তু ব্লগিং করছি। এইভাবে কিছুদিন আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করে এক থেকে তিন মাসের মধ্যে Google Adsence (Google Adsence মানে আপনার ব্লগ সাইটে গুগল বিজ্ঞাপন দেখাবে যা থেকে আপনার ইনকাম আসবে) এর জন্য আবেদন করতে পারবেন। আপনার ব্লগার সাইটটিতে যদি Google Adsence এপ্রোভাল পেয়ে যান তাহলে আর আপনার পিছনে ফিরে থাকাতে হবে না। তবে আপনি অন্যকোনো সাইট থেকে যদি কোনো ছবি এবং লেখা কপি করেন তাহলে Google Adsence এপ্রোভাল পাবেন না। এছাড়াও আপনি আপনার ব্লগার সাইট দিয়ে আরো দুই ভাবে ইনকাম করতে পারবেন। যেমনঃ এফিলিয়েট করে এবং পেইড রিভিউ করে। এই দুইটি বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব।

মোবাইল দিয়ে ইউটিউব থেকে আয়ঃ দিন দিন ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। আমাদের দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন তার সব তথ্যই আমরা ইউটিউব থেকে পেয়ে যাচ্ছি। আমাদের কোনো ধরনের তথ্য জানতে চাইলে বা কোনোকিছু শিখতে চাইলে ইউটিউবে লিখে চার্চ দিলেই আমরা বিডিও আকারে তা পেয়ে থাকি এতে আমরা খুব সহজেই অনেক কিছু বুঝতে পারি এবং শিখতে পারি।

আপনিও চাইলে যেকোন একটি বিষয়ের উপর ইউটিউব চ্যানেল খুলে সেখানে বিডিও আপলোড করে ইনকাম করতে পারে। আর সেটা আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন। হাজার হাজার ইউটিউবার রয়েছে যারা মোবাইলের দিয়ে ইউটিউবিং করে প্রতিমাসে অনেক টাকা ইনকাম করে। ইউটিউব থেকে একবার ইনকাম শুরু হয়ে গেলে দিন দিন আপনার ইনকাম বেড়েই যাবে। ইউটিউবিং শিখার জন্য আপনার কোনো টাকা খরচ করে কোর্স করার দরকার পরবে না। আপনি ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ফ্রি কোর্স বা বিডিও পেয়ে যাবেন যেখানে আপনি সবকিছুই জানতে পারবেন কিভাবে কি করতে হবে। ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়া বা ইনকাম শুরু হওয়ার শর্ত হচ্ছেঃ

ক। আপনার চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার হতে হবে।

খ। আপনার চ্যানেলে সর্বশেষ ৩৬৫ দিনে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে।

মোবাইল দিয়ে ফেইজবুক ফেইজ থেকে ইনকামঃ হাতে এন্ড্রয়েড ফোন আছে কিন্তু ফেইসবুক চালায় না এমন মানুষ খুজে পাওয়া খুবই কঠিন। বর্তমান বিশ্বে প্রায় ২.২৩৪ বিলিয়ন ফেইসবুক ব্যবহাকারী রয়েছে।

তবে এদের মধ্যে অনেকেই আছে এই সোস্যাল মিডিয়া ফেইসবুক চালিয়ে টাকাও ইনকাম করছে। আর আমরা অনেকেই আছি শুধু শুধু ফেইসবুক চালিয়ে সময় নষ্ট করে যাচ্ছি। এখন কথা হচ্ছে আপনি নিজেও চাইলে ফেইসবুকে আপনার ছবি বা বিডিও পোস্ট করে নির্দিষ্ট কিছু শর্ত পুরন করে ফেইসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এতে আপনি ফেইসবুকের মাধ্যমে অন্যের সাথে যোগাযোগও করতে পারবেন অন্যদিকে আপনার বিডিও বা ছবি পোস্ট করে ফেইসবুক থেকে টাকাও ইনকাম করতে পারবেন। এখন, প্রশ্ন হচ্ছে এইটা কিভাবে সম্ভব? হ্যা এইটা অব্যশই সম্ভব। এর জন্য আপনার যা যা করতে হবেঃ আপনার মোবাইলে একটি প্রফেশনালভাবে ফেইসবুক ফেইজ খুলতে হবে, সেই ফেইজে নিয়মিত ছবি এবং ভিডিও পোস্ট করতে হবে। ফেইবুক ফেইজ থেকে মনিটাইজেশন পাওয়া বা ইনকাম শুরু হওয়ার শর্তঃ

ক। আপনার ফেইজের সর্বনিম্ন বয়স হতে হবে ৩ মাস

খ। আপনার ফেইসবুক ফেইজে ১০ হাজার ফোলোয়ার বানাতে হবে

গ। আপনার ফেইজে সর্বনিম্ন ৫ টি নিজের করা বিডিও থাকতে হবে

ঘ। আপনার ফেইজে কমপক্ষে ৩০ হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে

অস্থায়ী ইনকামঃ এই ধরনের ইনকাম খুব অল্প সময় করা যায়। এই ধরনের ইনকাম বেশি হোক বা অল্প হোক তবে বেশিদিন করা যায় না। যেমনঃ বিভিন্ন ধরনের ওয়েব সাইট আছে যেগুলো সাইন আপ বা বিডিও দেখে অল্প কিছু ইনকাম করা যায়। এছাড়াও গেইম গেলে ইনকাম করা যায়। এইগুলোতে অনেক সময় অপচয় করে অল্প কিছু ইনকাম করা যায়। তবে অনলাইনে অনেক ফেইক সাইট আছে যেগুলোতে কাজ করার পরেও টাকা পেমেন্ট করে না। তাই আমি বলব আপনা এইসব ফেইক সাইটে কাজ করবেন না। 

আশাকরি আপনারা আজকের টপিক থেকে অল্প কিছু হলেও জানতে পারছেন । তবে আমি বলব আপনি আর বসে না থেকে আপনার মুল্যবান সময়টুকু অপচয় না করে আপনার ক্যারিয়ার গঠন করার জন্য আজকেই কাজ করা শুরু করে দিন। যত আগে শুরু করবেন তত আগে সফল হতে পারবেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages