আজকের আমরা আলোচনা করব টুইটার কি, টুইটার মার্কেটিং কি, টুইটার মার্কেটিং কিভাবে করব এবং টুইটার একাউন্টে ফলোয়ার কিভাবে বাড়াবো। আশা করি আপনারা আর্টিকেলটি শুরু থেকে পর্যন্ত মনযোগ দিয়ে পড়বেন।
টুইটার হচ্ছে ফেইসবুক, ইনস্টাগ্রাম এর মতো জনপ্রিয় একটি সোস্যাল মিডিয়া প্লাটফর্ম। বর্তমানে টুইটারের ব্যবহারকারির সংখ্যা ১.৩ বিলিয়ন প্রায়। এই প্লাটফর্মে দৈনিক ৫০০ মিলিয়ন প্রায় টুইট করা হয়। টুইটারে কোনো কিছু পোস্ট করাকে বলা হয় টুইট।
টুইটার মার্কেটিং কি? (What is Twitter Marketing?)
সহজ কথায় বলতে গেলে টুইটার মার্কেটিং হচ্ছে নিজের ব্যবসা বা যেকোনো সার্ভিসকে প্রচার করার জন্য টুইটারে টুইট করা। এই প্লাটফর্মে টার্গেটেট ব্যক্তির কাছে নিজের পণ্যে বা সার্ভিসের মার্কেটিং করা যায়। এই প্লাটফর্মে বিশ্বের প্রায় কম বেশি সব দেশেরই মানুষ যুক্ত আছে।
টুইটার মার্কেটিং কিভাবে করব? (How to do Twitter Marketing?)
টুইটা্র মার্কেটিং করার জন্য প্রথমে আপনার টুইটারে নিজের সার্ভিসের নামে একটি একাউন্ট খুলতে হবে। শুধুমারত্র একাউন্ট খুললেই হবে না। একাউন্টটি ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। আপনার একাউন্টে একটি ভাল প্রফেশনাল প্রোফাইল ফটো এড করতে হবে। প্রোফাইল বায়োতে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
পরে এই একান্ট থেকে আপনি আপনার সার্ভিস বা পণ্যের সংক্ষিপ্ত বর্ণ্না দিয়ে নিয়মিত টুইট করতে হবে। এতে অনেক ব্যক্তির কাছে এই টুইট পৌছে যাবে। যাদের কাছে আপনার সার্ভিস বা পণ্য ভালো লাগবে তারাই আপনার সাথে টুইটারে বা আপনার দেওয়া যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করবে। এতে আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তবে এইখানে নিজের প্রডাক্ট বা সার্ভিসকে সেল বাড়ানোর জন্য আপনাকে আরো কিছু কাজ করতে হবে। আপনার একাউন্ট এ ফলোয়ার বাড়াতে হবে।
টুইটার একাউন্টে ফলোয়ার কিভাবে বাড়াবো? (How to increase followers on Twitter account?)
আপনার একাউন্ট যে সার্ভিস রিলেটেড সেই সার্ভিস রিলেটেট টুইটার একাউন্টগুলোকে ফলো করতে হবে। প্রথম দিকে প্রতিদিন আপনি ৫০ জনকে ফোলো করতে পারেন। পরবর্তীতে ধিরে ধিরে ফলো করার সংখ্যা বাড়াতে পারেন। এবং আপনার সার্ভিস রিলেটেড টুইটগুলোকেও লাইক দিতে পারেন বা রিটুইট করতে পারেন। এতে আপনি যাদেরকে ফোলো করছেন বা যাদের টুইটে লাইক কমেন্ট করছেন তারাও আপনাকে ফোলোবেক দিতে পারে। আর ফলোবেক দিলে আপনার একাউন্টে ফলোয়ার বাড়বে। এতে আপনার কোনো কিছু মার্কেটিং করা সহজ হয়ে যাবে। আপনাকে যারা ফলোয়ার করবে আপনি যখন টুইট করবেন তখন তারা খুব সহজেই আপনার টুইটগুলোকে দেখতে পাবে। এই প্লাটফর্মে আপনি চাইলে অন্যের প্রডাক্ট বা সার্ভিসকে মার্কেটিং করে টাকা উপার্জন করতে পারবে।
আপনি যদি একটি প্রফেশনাল টুইটার একাউন্ট খুলতে চান তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিতে পারেন।
বিডিও লিংকঃ https://youtu.be/QPmqrelgqzY
আজকে আমারা জানতে পারবালামঃ
👉টুইটার কি?
👉 টুইটার মার্কেটিং কি?
👉টুইটার মার্কেটিং কিভাবে করব?
👉টুইটার একাউন্টে ফলোয়ার কিভাবে বাড়াবো?
আমাদের সাথে যোক্ত হতে পারেনঃ
ফেইসবুক ফেইজঃ https://www.facebook.com/wasimakram24
ইউটিউবঃ https://www.youtube.com/channel/UCO-yxvWkUZfckPRg0EJrGLw
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন